Header Ads Widget

কিভাবে মুরগী বা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন

মুরগী বা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করবেনঃ 

মুরগী বা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যে গুলোর ব্যাবহার আমরা অনেকেই জানি না। তাই এ সম্পর্কে কিছু কথা লেখার চেষ্টা করছি 


মুরগি বা পাখির রোগ প্রতিরোধে এ সকল ওষুধ এর কার্যকারিতা ব্যাপক।

যা মুরগী বা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং স্থান পরিবর্তনের ফলে যে স্ট্রেস তৈরি হয় তা দূর করতে সহায়তা করে।

যা দিয়ে ভ্যাক্সিন বা এন্টিবায়োটিক চিকিৎসার সহায়ক হিসেবেও কাজ করানো যায়।


ব্যবহার ক্ষেত্রঃ

এ সকল ওষুধ ব্যবহারে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে

-পারফরম্যান্স পুরোদমে দেখাতে পারে।

-ধকল বা স্ট্রেস এর বিপরীতে প্রতিক্রিয়া দূরীভূত হয়। 



ব্যবহার মাত্রাঃ

প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম বা ১ মিলি ওষুধ (মিশানো পানি প্রতি দিন ৮ ঘন্টা করে) খাওয়াতে পারেন। 


এরকম কিছু ওষুধ এর নাম হচ্ছে-

Immolyte 

Immofast Liquid 

Lisovit Powder




বিশেষ দ্রব্যষ্টঃ সকল ঔষধ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ