করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে।
সংগ্রহকৃত ছবিচলুন জেনে নিই তাহলে আজকের স্বর্ণের দাম যদিও স্বর্ণের দাম প্রতি সপ্তাহে ওঠানামা করে তবুও সপ্তাহের শেষ সময়ে দামকে বর্তমান সময়ের দাম হিসেবে গণ্য করা হয়।
আজকে ২২ ক্যারেট সোনার দাম-
নতুন দাম হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ৭৩৪৮১.৯৪ টাকা।
২১ ক্যারেট সোনার দাম –
২১ ক্যারেট সোনা ২২ ক্যারেট সোনার তুলনায় একটু কম হলেও। ২১ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা অনেকটা কাছাকাছি এবং এর দাম অনেকটা কাছাকাছি থাকে।
২১ ক্যারেট সোনার পিউরিটি বলতে ৮৭.৫০%। আর এই
২১ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে ৭০৩৩২১.৭১ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
১৮ ক্যারেট স্বর্ণের পিউরিটি বলতে ৭০.০০% এবং ১৮ ক্যারেট সোনার দাম ৬১৫৮৪.৮৬ টাকা।
সংগ্রহকৃত ছবি
আজকে সোনার দাম-
২২ ক্যারেট = প্রতি ভরি ৭৩৪৮১.৯৪ টাকা।
২১ ক্যারেট = প্রতি ভরি ৭০৩৩২.৭১ টাকা।
১৮ ক্যারেট = প্রতি ভরি ৬১৫৮৪.৮৬ টাকা।
বর্তমানে সনাতন পদ্ধতির তুলনায় প্রতি ক্যারেট অনুসারে ১ ভরি সোনার দাম ২,০৪১ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে আজকের রুপোর দাম যেনে নেওয়া যাক–
স্বর্ণের দামের বৃদ্ধি হওয়ার সাথে সাথে রুপোর দাম বৃদ্ধি হয়। সাধারন পরিবারের বিয়েতে রুপার উপর সোনার প্রলেপ লাগানো গহনা তৈরি করে দেয় হয়। কারণ বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি হয়। তাই মধ্যবিত্ত এবং সাধারন পরিবারের মানুষ রুপার দিকে বেশি ঝুঁকছে। আর এর জন্য রুপোর দাম ভালোই বৃদ্ধি পেয়েছে।
চলুন জেনে নেই রুপোর দাম কত?
ক্যারেট অনুসারে প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে-
২২ ক্যারেট = প্রতি ভরি ১,৫১৬ টাকা
২১ ক্যারেট = প্রতি ভরি ১,৪৩৫ টাকা
১৮ ক্যারেট = প্রতি ভরি ১,৪৩৫ টাকা
সনাতন পদ্ধতিতে রুপার প্রতি ভরি ৯৩৩ টাকা।
0 মন্তব্যসমূহ