Header Ads Widget

পশুর আঁচিল রোগ ও রোগের চিকিৎসা

আঁচিল রোগ একটি ভাইরাসজনিত রোগ যা গরুর ত্বকের ওপর কোষ বৃদ্ধি জনিত একটি রোগ। Papilloma Virus হচ্ছে এরোগের মূল কারণ। 

অটোজেনাস ভ্যাকসিন পশুর আঁচিল রোগের চিকিৎসায় অধিক পরিমাণে কার্যকর। 

আজকে আমি এখানে এই ধরনের চিকিৎসা নিয়ে আলোচনা করবো ই-শ-আল্লাহ। 

১- অটোজেনাস ভ্যাকসিন প্রক্রিয়া। 


অটোজেনাস ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া-


ক. প্রথমে পশুর ত্বকের আঁচিল ও তার চারপাশ পরিষ্কার করে নিতে হবে। প্রায় ২ গ্রাম পরিমাণ আঁচিল ধারালো ও জীবাণু মুক্ত ছুরি দ্বারা কেটে একটি জীবাণুমুক্ত পাত্রে সংগ্রহ করতে হবে।

খ. এবার জীবাণুমুক্ত কেঁচি দিয়ে আঁচিল টুকুরা টুকরা করে কেটে মর্টার ও পেস্ট্ল সাহায্যে ৫০% গ্লিসারল স্যালাইনে প্রথমে পেস্ট করে পরে ২০ মি.লি. সিøসারিন স্যালাইনে ১০% টিস্যু সাসপেনশন তৈরি করতে হবে।

গ. এ সাসপেনশন টিউব নিয়ে ২০ মিনিট সেন্টিফিউজ করতে হবে (৩০০০ জচগ)। ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য ২০% টিস্যু সাসপেনশনে ০.৪% ফরমালিন এবং অ্যান্টিবায়োটিক (স্ট্রেপটোপেনিসিলিন) প্রয়োগ করতে হবে। অতঃপর টিউবের ওপরে ফ্লুইড সংগ্রহ করে ৫ মি.লি করে ত্বকের নিচে সপ্তাহে একবার করে মোট ৩টি ইনজেকশন দিতে হয়। এভাবে চিকিৎসা করলে ৮০%-৮৫% আক্রান্ত গরু সুস্থ হয়।

বিস্তারিত জানতে আমার ফেজবুক পেজ দেশি মুরগি, পাখি এবং গবাদিপশুর রোগ ও চিকিৎসা (krishitips360) এবং ইউটিউব চ্যানেল 
krishi tips 360 সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 

ঘ. আঁচিল যদি সংখ্যায় কম ও আকারে বড় হয় তবে তা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা যায় অথবা নাইলনের সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিলে কয়েক দিনের মধ্যে খসে পড়বে।


বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল 
krishi tips 360 সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ