বৃহস্পতিবার বেনাপল হয়ে ভারত থেকে দেশে আসেন ৮ জন এদের নমুনা সংগ্রহে তিন জনের করনা সনাক্ত হয় এদের দু-জনের মধ্যে পাওয়া গেছে ভারতীয় ডাবল মিউটেন্ট। এর আগে ঢাকা এবং যসর থেকে পাওয়া যায় এই ডাবল ভারিয়েন্ট যারা সবাই এখন সুস্থ আছে। এদের সবাই চিকিৎসার জন্য দেশ থেকে গিয়েছিলন ভারতে যারা সবাই করনা নেগেটিভ নিয়ে দেশে ফিরেছেন, যাদের সবাইকে রাখা হয়েছে কোয়ারেন্টেনে।
দেশে এমন সময় এই ভাইরাস পাওয়া গেল যখন দেশের হাজারো মানুষ কোন ধরনের সাস্থবিধি না মেনেই ছুটছেন ঈদের ছুটিতে ঘরে এবং অন্যদিকে কেনাকাটায় ব্যাস্ত ঘরমুখো মানুষ, বিষয়টিকে উদ্দেকজনক ভাবছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
৮ নমুনা পরীক্ষায় ৬টিতেই পাওয়া গেছে ভারতীয় ডাবল ভ্যারিয়েন্ট। এর মধ্যে দুটি ডাবল মিউটেন্ট ভাইরাস, যাকে বিপদজনক বলছেন অণুজীব বিজ্ঞানীরা।
0 মন্তব্যসমূহ