বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে | সোমবার ১৯ অক্টোবর রাতে জন্ম নেয়া শিশুটির কোমরটা মাছের আকৃতির যে, কারণে শিশুটি কি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যাচ্ছে না |
চিকিৎসকরা জানিয়েছেন শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আক্তার সন্তান প্রসবের জন্য বিকেলে হাসপাতালে ভর্তি হন, কোন অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবেই শিশুটিকে তার মা জন্ম দেয় | জন্মের পর দেখা যায় শিশুটির কোমর থেকে নিচের অংশ একসঙ্গে জোড়া লাগানো মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শামসুজ্জামান জানান শিশুটির দুইপা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে দেখতে মনে হয় মাছের আকৃতি, মাথা থেকে কোমর এর উপর পর্যন্ত স্বাভাবিকতা থাকলেও নিচের অংশে অস্বাভাবিকতা দেখা দেয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে ছিল|
যা পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় ডাক্তারের মতে শিশুটির ভেতরের অনেক অঙ্গ-প্রত্যঙ্গ সমস্যা আছে বলে তারা মনে করেন,
কিন্তু
দুর্ভাগ্যের বিষয় হলো
শিশুটির
জন্মের চার ঘণ্টা পরেই ডাক্তার শিশুটিকে
মৃত
বলে ঘোষণা করে |
পেছনের পা দুটো কোমর থেকে একসঙ্গে লাগানো, যদিও মৎস্যকন্যা বলতে কিছু নেই তারপরও আমরা যেহেতু ছবিতে বা মুভিটা দেখতে পাই মৎস্যকন্যার
ছবি,
ঠিক সেরকমই হয়েছে শিশুটির নিচের অংশটি
|
- সংবাদ যমুনা টিভি
0 মন্তব্যসমূহ