Header Ads Widget

সালাত আদায়কালীন সময়ে কাপড় পরিধান করার আবশ্যকতা

একটি মাত্র বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায়কারী প্রসঙ্গ

وَيُذْكَرُ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَزُرُّهُ وَلَوْ بِشَوْكَةٍ». فِي إِسْنَادِهِ نَظَرٌ، وَمَنْ صَلَّى فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ مَا لَمْ يَرَ أَذًى، وَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.

 সালামাহ ইবনুল আকওয়া‘ (রাযি.) থেকে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমন কি কাঁটা দিয়ে হলেও। এই হাদীসের সনদ সম্পর্কে কথা আছে। যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন অপবিত্রতা দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে, উলঙ্গ থাকা অবস্থায় যেন কেউ বায়তুল্লাহর তাওয়াফ না করে।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন-

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: (خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ).
وَمَنْ صَلَّى مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ،

‘‘তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে’’- (সূরাহ্ আরাফ ৭/৩১)। 

অন্য এক হাদিসে আছে "উম্মু ‘আতিয়্যাহ (রাযি.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসে ঋতুমতী এবং পর্দানশীন নারীদের বের করে আনতে আদেশ করলেন, যাতে করে তারা মুসলিমদের জামা‘আত ও দু‘আয় অংশ গ্রহণ করতে পারে। অবশ্য ঋতুমতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। অখন এক মহিলা নবী কারিম (সাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমাদের কারো কারো ওড়না নেই। আল্লাহর রাসূল! বললেনঃ তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেয়া। (আধুনিক প্রকাশনী - পৃষ্টা ৩৩৮, ইসলামিক ফাউন্ডেশন - পৃষ্টা ৩৪৪)

‘আবদুল্লাহ ইবনু রাজা’ (রহ.) সূত্রে উম্মু ‘আতিয়্যাহ (রাযি.) হতে বর্ণিত আছে যে। তিনি বলেনঃ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এরূপ বলতে শুনেছি।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ