Header Ads Widget

কিভাবে কথা বলতে হবে কোরআনের আয়াত থেকে জেনে নিন

দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজকর্ম এবং আলাপ চারিতা করে থাকি। এ সকল কথা ও কাজ যদি আল্লাহ তায়ালার নিদেশ মতো করতে পারি তাহলে কতইনা ভালো হতো, একদিকে যেমন আল্লাহর হুকুম পালনের মাধ্যমে সোয়াবের পাশাপাশি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা অন্যদিকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তায়ালা আপনাকে এবং আমাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আমরা এরকম কোরআনের কিছু আয়াত থেকে জেনেনেই  কিভাবে কথা বলতে হবে -

কিভাবে কথা বলবেন কোরআন থেকে শিখুন


পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেনঃ

১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (নূর, ৩)

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নামল, ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। (আহযাব, ৭১ - ৭২)

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান, ১৯)

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা- মীম সাজদাহ, ৩৪)

১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। (হা- মীম সাজদাহ, ৩৪)

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ, ২)

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা। (আ'রাফ, ১৯৯)

১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। (আহযাব, ৩২)

১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (ফুরকান, ৬৩)


আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে তার নির্দেশ মোতাবেক চলার তাউফিক দান করুন, আমিন।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ