মিনিস্টার গ্রুপ রাজশাহী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে । নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার শক্তিশালী জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল শান্তর দল। গত ২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২ রানে হারিয়েছিল রাজশাহী, বেক্সিমকো ঢাকাকে । অন্যদিকে, মঙ্গলবার আরিফুল ইসলামের শেষ ওভারে তোলা ব্যাটিং ঝড়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটে জিতলেও এবার পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন সাকিব-মাহমুদউল্লাহরা।
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে খুলনা। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন ইমরুল কায়েস। হাল ধরতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরাও । ৯ বলে দুই বাউন্ডারিতে ১২ রান তুলে মুকিদুল ইসলামের বলে ফরহাদ রেজার হাতে ধরা দেন সাকিব। ১৩ বলে ৭ রান করে প্যাভিলিয়নয়ে ফিরে যান মাহমুদউল্লাহও আরাফাতও সানির সহজ শিকারে পরিণত হন। দলীয় ৫১ রানের মাথায় ৫ উইকেট হারায় খুলনা। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান আরিফুল, শামিম, শহিদুলরা। আগের ম্যাচের নায়ক আরিফুল ৩১ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার মেরেছেন । শামিম হোসেন করেন ৩৫ ও ওপেনার এনামুল হক বিজয় করেন ২৬ রান।
মুকিদুল ইসলাম রাজশাহীর পক্ষে দুটি উইকেট নিয়েছেন । তাছাড়াও মেহেদি হাসান, এবাদত হোসেন ও আরাফাত সানি একটি করে উইকেট লাভ করেন।
সময়োপযোগী ব্যাটিং করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ২৫ রানে ওপেনার আনিসুল ইসলাম ইমন ফিরে গেলেও রনি তালুকদারকে সাথে নিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন শান্ত। রনি ২০ বলে ২৬ রান করে দলীয় ৭২ রানে ফিরে যান । তবে, শান্ত ৩৪ বলে ৫৫ রান করে দলের জয়ের ভিত্তি গড়ে দিয়ে যান । তার এই ইনিংসে আছে ৬টি চারের সাথে ৩টি ছক্কাও। মোহাম্মদ আশরাফুল ২২ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন। ৭ বলে ১১ করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।
খুলনার বোলারদের মধ্যে রিশাদ হোসেন পান ২টি, শহীদুল ইসলাম পান ১টি ও আল-আমিন হোসেন পান ১টি করে উইকেট ।
সংক্ষিপ্ত স্কোর:
জেমকন খুলনা: ১৪৬/৬ (২০ ওভার)
বিজয় ২৬, ইমরুল ০, সাকিব ১২, রিয়াদ ৭, জহুরুল ১, আরিফুল ৪১*, শামীম ৩৫, শহীদুল ১৭*; ইবাদত ১/২৭, শেখ মেহেদী ১/২৩, মুকিদুল ২/৪৪, আরাফাত সানি ১/১৭, ফরহাদ রেজা ০/২৯, আনিসুল ০/৫।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ১৪৭/৪ (২০ ওভার)
শান্ত ৫৫, আনিসুল ২, রনি ২৬, আশরাফুল ২৫*, ফজলে মাহমুদ ২৪, সোহান ১১*; সাকিব ০/২৭, শফিউল ০/২৪, আল-আমিন হোসেন ১/১৩, শহীদুল ১/২৭, মাহমুদউল্লাহ ০/১১, রিশাদ ২/৩৪, শামীম ০/৯)
ফল: মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ উইকেটে জয়ী।
0 মন্তব্যসমূহ