Header Ads Widget

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ১১৯৩ জনের

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুনকরে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। হাসপাতালে মৃত্যু ২৩ জন ও বাড়িতে মৃত্যু একজনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা মোট দাঁড়াল ৫৫২৪ জন।




গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে মোট ৯৫০৪ টি নমুনা সংগ্রহ ও ৯৪৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১৯৩ জন।

ফলে দেশের মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৮২৬৬ জনে। এ পর্যন্ত সবমিলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০৭০৯৯৫ টি।


আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২৯২৮৬০ জন ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২.৬০% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.২৬%।

এবং রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭.৪২% এবং মৃত্যুর হার ১.৪৬%।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ছিলো ৪২৫৬ জন যা ৭৭.০৫% ও নারী ছিলো ১২৬৮ জন যা ২২.৯৫%।

বয়সভিত্তিক গবেষণায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ছিল ২৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

অনলাইন সাস্থ ডেক্স -

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ